আমাকে দেখ সজল আঁখি?  
কীভাবে, কতোটা দেখ?
অসহ্য আলোয় জ্বলছে এই মৃত্তিকা দেহ!  
এইবার জড় আবরণ খুলে ফেল,
দেখ কী আছে ভিতরে বাহিরে তার  
শুধুই কী ঝাউবন অন্ধকার!
নাকি আরো আছে
থোকা থোকা জীবন্ত অক্ষর, জোনাকি বাসর?  
  
বুকের ভিতর সিঁড়ি নামছে, সিঁড়ি উঠছে;  
সে কোথায়? বারান্দায়?  
ঝুলে আছে লতাগুল্ম শস্য পাতায়!  
কিংবা হাওয়ায় ভাসছে থমথমে মেঘ;  
দীর্ঘ পরিক্রমণ শেষে অরণ্য তোলপাড় করা
অস্থির বৃষ্টি, সঞ্চারিত জল!
অলক্ষ্যে শুধু তার ভেসে যাওয়ার ছল
কিংবা অবিরাম রৌদ্রপান, গোধুলি মন্থন !  
    
আকাঙ্ক্ষার অসীমে আরও কতক্ষণ  
এই হৃদকম্পন শ্বেতপদ্ম জীবন !  
এইবার খুলে ফেল জড় আবরণ
দেখ বিপুল তরঙ্গে ভাসমান গাঢ়নীল অঙ্গার!
কী আছে ভিতরে বাহিরে তার  
অগ্নিজঠরে আছে কি কোন অলীক পুষ্পবন?