মর্গ থেকে ভেসে আসছে তোমার অলৌকিক স্বর
পালাও পালাও—পৃথিবীতে নরক নামবে
মানুষ আজ ভীষণ ভাবে আত্মঘাতী    
দরজা জানলা বন্ধ করে ঘাপটি মেরে বসে আছি
রাস্তায় কেউ নেই— সূর্য উঠছে, সূর্য ডুবছে
স্বপ্নের জোনাকি চোখে শিশুরা সব ঘুমিয়ে আছে
তোমার উঠোনে বাগানে যারা ঘুরে বেড়ায় রাতদিন
আহার ভোজনে মত্ত, হাসে কাঁদে গান গায় নাচে
তাদেরকে আমার পুতুল মনে হয়
তবে আমার এই ধ্যান চেতনা পূন্যবোধ পার্থনা
কার কাছে রেখে যাব?
ছুঁলেই গলে যায় সব মোমের মতো—সর্বভুক আগুন
জ্বালিয়ে পুড়িয়েই শান্তি চায় সর্বক্ষণ!