আগুনের লাভায় ভাসমান বিদগ্ধ যৌবন
এতোদিন পর তোমাকে পেয়ে কেমন পুলকিত !
আর তুমি বুক খুলে দাঁতাল সময়ের চিহ্ন দেখালে !
জানো তো, ভালোবাসা না পেলে মানুষ
পশুর মতো হিংস্র হয়ে ওঠে!
লালসার উত্তাপে কামানের গোলার মতো
তখন ছুড়েমারে নিজেকে সীমান্তের ওপারে।
অথচ জীবনের নানা পরবে কতো সহজে
সরল চাঁদের মতো ফুটে ওঠো অভিন্ন রূপে
পৃথিবীর সব আলো নিভে গেলে...
অমরত্বের স্বাদ তুমিই তো পারো দিতে।