তোমার দিকে পা বাড়ালেই
ছায়ার মতো ক্রমশ সরে যায় আলো!
শরীরে আছড়ে পড়ে শরনার্থী মেঘের ঢল!
হাওয়ায় ভাসে সাদা সাদা ফুল ।
পাখির পালক ছুঁয়ে নেমে আসে সন্ধ্যা
দিনান্তের ক্লান্তি নিয়ে;
আকাশের বৃন্ত থেকে খসে পড়ে
নক্ষত্র বিপুল!
তখন ধাপে ধাপে নেমে যাই
                               নিচে...
                                   আরো নিচে ...
অন্ধ সময়ের জঠরে!
কি করে বুঝাবো? তোমার অভাব
কী প্রবল বেগে আমাকে টানছে?