যৌবনের গ্রীণরুমে জীবন ঘড়িতে ঠিক কটা বাজে?
নীল খামে শহুরে কথা বাতাসে ভাসে
স্বচ্ছ গ্লাসে ঢেলে পান করি এক চুমুকে
বিশ্বাসে ভরপুর দ্রাক্ষারস তরল হৃদপিণ্ড।


কাঁটার আস্তিন ছেড়ে ঝাঁপ দিই
পুস্পের অগ্নিকুণ্ডে! নেচে ওঠে
করতলে সবুজ অরণ্য, হীরন্ময় সকাল
শুষে নিই সমস্ত দুঃখের আহত বিকাল ।
    
সময়ের চঞ্চুতে ঝুলে আছি একলা,
নিঃস্ব মানুষ, কতো দূর আর যাই?
ওলট পালট পরিচিত ভূগোল  
লোভে আর হিংসায়; ক্রোধে-  
ঋতুচক্র থেকে বসন্ত ছিঁড়ে যায় !


দাঁড়িয়ে আছে পত্রহীন দেবদারু চোখে বিস্ময়
সুর্যকে বধ করে অন্ধকার কিংবদন্তির কথা কয়!