আমাদের রক্তে সদ্য চষা জমিনের ঘ্রাণ
শরীরে সম্ভ্রান্ত সবুজ, মননের বন্দরে
ফসলের সোনালি হাসি অম্লান।
তবু কেন ?
ক্রমান্বয়ে ছোট হওয়া গুহার সুরঙ্গের মতোন
ছোট হয়ে আসে আমাদের জীবন


বিবর্ণ হয়ে যায় আত্মা যখন তখন।


বাতাসের ছুড়িকাঘাতে ক্ষত বিক্ষত
আকাশে থকথকে বেদনার নীলে
ফেরারি চোখ খুঁজে ফিরে
বিশ্বাসের নিঃশর্ত আশ্রয়;
জ্যোৎস্না পতনের আগেই প্রেমের বিরুদ্ধ
কালোশক্তি সামনে এসে দাঁড়ায়।

চারপাশে শুধু ভয় আর ভয়
বেঁচে থাকার ভয়,মৃত্যুর ভয়
ভালোবাসা ও বিচ্ছেদের ভয়
কোন কিছুই যেন স্বভাবিক নয়


সমস্ত সত্তা অন্ধকারময়।
আমাদের হৃদয়ের বন্দরে আর
আলোর জাহাজ ভিড়ে না;
সমস্ত শোক শুষে
প্রাণের উল্লাসে ধ্বনিত হয় না
সমুদ্র কল্লোল।


প্রতিরোধে ভেঙে পড়ে না
অহংকারী পাহার চূড়া !
সত্য-সুন্দর হাত পা গুটিয়ে
আড়ষ্ট হয়ে আসে বুকের ভিতর!
তখন আমারা কি আর
কোনদিন দুঃসাহসী হবো না!!