স্বর্গের মাতৃগর্ভ থেকে
একটি ফুল ছিঁড়ে মাটিতে পড়ল।
আর তক্ষুণি জ্যোৎস্নার দুধে স্নান করে
জনপদে উঠে এলো নদীর মতো নগ্ন নারী!
তার আলো আঁধারি শরীরে খেলছে জোনাকি!
বাঁকে বাঁকে উর্বর পলি,সঞ্চিত শস্যদানায়
প্রাণরস! সে সব কিছুর বিনিময়ে  
শুধু একজন মানুষ চাইল ।
কিন্তু তাকে দেখে,
সবাই কেমন দিগ্বিদিক দৌড়ে পালাল।
অবশেষে আমার দিকে হাত বাড়িয়ে
সেই নারী বলল,
তুইও কি আমাকে ফেলে যাবি?
আমি তো করতলে আগুন পুষি না,
যে ছুঁলেই ভস্ম হবি !
একবার সাহস করে ছুঁয়েই দ্যাখ না?
আমি আমতা আমতা করে বললাম,
তবে তুমি অরণ্যে না গিয়ে এখানে কেন?
সে আর্দ্র চোখে আকাশের দিকে তাকিয়ে বলল,
এতো সহজেই কি করেছি মাথানত?
এই যে বুকে দুর্বৃত্তের ক্ষত!
আমি তো পরিশুদ্ধি চেয়েছি মাত্র!
তাতেই এমন অনভিপ্রেত পতন হলো!