তোমাদের কার্ণিশে অবিরাম বৃষ্টির মতো ঝড়ছে গান;
বেঁচে থাকার গান, ভালবাসার গান, মাটি ও শস্যের গান।
এখন তোমরা বালিহাঁস সরোবরে সাঁতার কাটছ নিশ্চিন্তে
আর একে অপরের ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে
উল্লাসে ভাঙছ জলের ভাঁজ !
তোমাদের পালকে খেলছে সোনালি রোদ- অবিশ্বাস্য বিকেল!
তোমাদের পদচ্ছাপে পথ হয়ে ওঠছে উজ্জ্বল!  
আমিও তোমাদের মতো প্রেম ও স্বপ্নের কথাই বলছি
কিন্তু আমার বুকের ভিতর জমে যাচ্ছে রাঙা গোধূলি !
আমার বিরুদ্ধে এখন স্তব্ধ বালিকার বিষণ্ণ চোখ
আমি তার অন্তঃপ্রবাহিত বেদনার ভাষা খুঁজছি...  
কতিপয় হিংস্র শব্দ এখন আমার আত্মা থেকে
খুলে খুলে খাচ্ছে তাজা মাংস!
এখন আমি জ্যান্ত কংকাল- কামড়ে ধরেছি মাটি!
আমাকে ছিঁড়ে খুঁড়ে বেরিয়ে যাচ্ছে এক একটি নদী;
যদিও তার চুম্বন আমাকে শাসন করছে দিবারাত্রি !!