এমন কি হতে পারে না ?
আমাদের মধুর চুম্বনগুলো হবে
পৃথিবীর যে কোন স্থানে সংঘটিত
সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ;
আর প্রেমের কবিতাগুলো হবে বুলেটের
চেয়ে শক্তিশালী; সমস্ত ধ্বংস যজ্ঞের বিরুদ্ধ
স্লোগান হবে শুধু তোমাকেই ভালোবাসি ।


এমন কি হতে পারে না ?
আমাদের দুঃস্বপ্নের রাতগুলো হবে ঐশর্য্যময়
প্রিয়তমার নগ্নতার মতো পবিত্র ও বিশ্বস্ত !
চলার পথ হবে দীর্ঘ অথচ ক্লান্তিহীন  
আর আমাদের অভ্যাসগুলো হবে
শিল্পের মতো নিপুন কারুকার্যময়।


এমন কি হতে পারে না ?
রাজপথে রাষ্ট্রীয় নিপীড়নের কোন চিহ্ন থাকবে না
ইতিহাসের সমস্ত ক্ষত মুছে
আমাদের হৃদবৃন্তে গুচ্ছ গুচ্ছ গোলাপ ফুটবে!
প্রতিহিংসা, বিদ্বেষ, ক্রোধের পরিবর্তে
কেবল বিশুদ্ধ মানবিক গন্ধ ছড়াবে


বিশুদ্ধ হবে আমাদের নিঃশ্বাস
নদীগুলো আবার গান গেয়ে উঠবে
ধ্রুপদী সুরে, প্রজাপতি আর ফড়িংরা
খেলে বেড়াবে বৃক্ষ তরুলতার শাখা পল্লবে
আর আমাদের শিশুরা মনুষ্যত্বের প্রস্ফুটিত
পুষ্প হবে সভ্যতার রক্ত কাননে।


আজ এই বিশ্বাস ও কি থাকবে না ?  
আমরা বেঁচে আছি মানুষের মতো
একটি সভ্য পৃথিবীতে, একটি সভ্য রাষ্ট্রে !
অন্তত এটুকু আশ্বাস থাক
এখনো সত্য-সুন্দর’ প্রতীক্ষায় আছে
নিজেকে প্রকাশিত করার সেই চরম মুহূর্তের
যখন চোখ বিস্ফোরিত হবে  
আকস্মিক প্রাপ্তির আনন্দে!