২২।
      হে, আকাশ আর বেদনা প্রসব করো না
      মানুষের বেদনায় পৃথিবী বড় কাতর!!
      যদি পারো, প্রেমের শীতল বৃষ্টি দাও
      শান্তির শস্য ফলাই।।


২৩।
     কি রকম ব্যস্ত হয়ে পড়েছে সবাই
     যেন রক্তে ঢুকে পড়েছে
                 ইলেকট্রিক জল!
     গন্তব্যহীন ছুটছে দিক্বিদিক
                  কে যাবে কার আগে,
      কে গড়বে আবাস কোথায়?
                  কে খাবে কার খাদ্য কেড়ে,
    কার সাম্রাজ্য যাবে বেড়ে ;
                  কার দখলে কয়টা
  পাহাড়,নদী,বন আছে?
                 তাই নিয়ে চলছে লড়াই   গন্তন্ত্রের মজলিসে!!
    
আমি শুধু হাটুগেড়ে বসে আছি স্বদেশ
                       তোমার পায়ের কাছে!!