১৭।
      তুমি কি জানো,
      আমার ভিতরের কতোখানি তোমার?
      আমি তো জানি, তোমার অখন্ড ভুমি-
      সমস্তটাই আমার;
     আমারই আছে কেবল পূর্ণ অধিকার
     নতুন শস্য ফলাবার;
     সময়ের নষ্ট আগাছায়
     ছেয়ে যেতে দেবো না তো আর।।


১৮।
    এখন মধ্য রাত--
            ভাঁজ খুলছে চাঁদ
    তোমার চুলে আটকে আছে শহর
                  আমি হয়েছি উন্মাদ... ।।


১৯।
      জানি এ বার্তা আমার
             একদিন পৌঁছে যাবে
                     তোমার মনের দখিন দ্বারে...
তখন আমি অনেক দূরে
           বিহঙ্গ পাখা মেলে খুঁজবো
                         জীবনের নতুন ঠিকানা ।।