১.
গণতন্ত্র এখন মস্ত বিজ্ঞাপন বটে
রাস্তার ধারে চোখ ধাধানো বিলবোর্ডে,
সভা সেমিনারে;
উন্নয়নের জোয়ারে ভাসমান
জনতা রমন ভোজনে মত্ত ,
খবরের কাগজে মুখ গুঁজে খোঁজে
বিশুদ্ধ নাগরিক জীবনের  ডিফিনিশন।


২.
তোমার চোখের মাঝে
আমার পৃথিবী স্তব্ধ হয়ে আছে
পলক ফেলো না
ভেঙে -চুড়ে খান খান হয়ে যাবে।।


৩.
মানুষ হওয়া বড় দায়!!.../
চারপাশে কেবল ছড়িয়ে আছে শয়তানের বিষ্ঠা !!..../
ছি!!!... কি দুর্গন্ধ!!!!


৪.
কোন দিন কিছু চাওনি আমার কাছে
ভালোবেসে দু:খ গুলো সব
তুমিই তো কুড়িয়ে নিলে আপন হাতে
কেবল সুখের চিকণ বীজ খুব যত্নে
ছড়িয়ে দিলে আমার মাঝে।।


৫.
কী আর নিবি আমার কাছে?
লাল টকটকে রক্ত জবা!
এই নে কলজেটাই দিলাম তোকে
যত্ন করে রাখিস বুকে।।