চোখ থেকে সরিয়ে ফেল সবুজ নেকাব।
দ্যাখো, বিবশ রাত্রির শরীরে কেমন বৃষ্টির মতো
ঝড়ে পড়ছে পূর্ব পুরুষের কৃতপাপ।
হিসেব মিলাতে কেমন হিমসীম খাচ্ছে ফেরেশতাকুল!  
এসো, বুকের গম্বুজে লন্ঠন জ্বালিয়ে আমরাও দেখে নিই  
সমুহ বিপদ সংকেত, কতদূর পর্যন্ত নিরাপদ আমাদের অস্তিত্ব?
অরণ্যের কান্নায় কতটুকু ম্লান হয়েছে জ্যোৎস্নার রূপ?
কিংবা বিহঙ্গের আর্তনাদ কতখানি ব্যাঘাত ঘটায়
নিসর্গের স্বভাবিক সঙ্গমে? নদীর স্বর কিরকম বিদ্রুপ করে  
আমাদের যাপিত জীবনের উদ্বৃত্ত সুখের বিন্যাসকে?  
আমরা কি পুরোপুরি তৈরি হয়েছি পরস্পরের মাঝে
পুস্পের সৌরভ ছড়িয়ে দিতে?  
বাতাসে তো কোন সুঘ্রাণ নেই, কেবল ভেসে বেড়ায়
প্রাচীন সন্তের প্রলম্বিত শ্বাস।  
তবু কোন বিশ্বাসে আমাদের উরুর ঢালে এখন
আকাঙ্ক্ষার প্রচন্ড উত্তাপ? চোখে তীব্র লাল আগুন?