পৃথিবীর জীবিত কবিরা কি এখন ভাগাড়ে ?
মৃত কবিতার অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে
শেয়াল শকুনের খাদ্য তৈরিতে ব্যস্ত।
তা না হলে কেউ বলছে না কেন?
এভাবে চলতে পারে না,যা হচ্ছে তা নায্য নয়।
কেউ কি দেখছে না সমস্ত পৃথিবী
ফুটন্ত লাভার মতো টগবগ করছে
আগুনের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে
নিজেরি অজান্তে মনুষ্যকুল পৌছে গেছে
একেবারে জলের তলায় ক্ষুধার্ত হাঙরের
মুখের কাছে যেখানে শুধু রক্ত, মৃত্যু
আর ইতিহাসের উচ্ছিষ্ট হাড়গোড় পড়ে আছে।
আমি তো দেখছি,
এখনো বেদনা প্রসব করছে নদী
বেশ্যার কৃত্রিম শীৎকারে
কেঁপে কেঁপে উঠছে মধ্যরাত্রির শহর
বুকের সীমান্তে ফেটে চৌচির হচ্ছে হলুদ চাঁদ
অথচ সবাই নিঃশ্চুপ!