পাখি ও প্রজাপতি


রোজ ঘুম থেকে উঠে দেখি ঈগলের ঠোঁটে ঝুলে আছে আরো কিছু রাত্রি।
আরো কিছু স্বপ্ন... আরো কিছু গাঢ় ঘুম।
আর সেই সব ঘুমের ভিতর উড়ছে অদ্ভুত সব পাখি ও প্রজাপতি।
প্রহরে প্রহরে সেই পাখিদের ডানা ঝাপটানোর শব্দে ফেটে যায় আমার আয়ুরেখা, আমার নিয়তি।
তবু রোজ সকালে আয়নায় সুখের মুখ দেখতে গিয়ে তোমার মুখ দেখি।
কিন্তু আয়না ভাঙলেই তুমি হয়ে যাও দুঃখ নদী।
তখন আমি তোমার বাঁকে বাঁকে পুঁতে রাখি অস্তিত্বের গূঢ় রহস্য...জীবন চাবি !
আর সন্ধ্যে হলেই মুঠো ভর্তি আগুন নিয়ে ছুটে যাই চাঁদের দিকে।
চাঁদকে পোড়াতে তখন আমার এত ভালো লাগে! যদিও জানি, চাঁদ পুড়লে তুমি হেসে ওঠো...
আর তোমার আশ্চর্য হাসি আমার চারপাশে জ্যোৎস্নার মতো ছড়িয়ে পড়ে...
তখন আমিও হেসে উঠি...হো... হো... শব্দ করে হেসে উঠি !!