হাতের মুঠোয় শূন্য নিয়ে লাফিয়ে লাফিয়ে
আর কতদূর যাবে হে প্লবক?
তোমাকে খুলে খুলে রেখে দিচ্ছে সময়,
ভাসিয়ে নিচ্ছে খরস্রোত!!


আমি তো জানি,
নক্ষত্রের ক্রন্দনে কারও চোখে নেই ঘুম
মাংসের খোলসে বন্দী এক উজ্জ্বল মুখ
দংশনে দংশনে কেবল নীল হয়ে যায়
অথচ তুমি চাও বিশুদ্ধ সুখ !!


এখনি সময়,
যদি রাখতে পার সত্তার স্বর্ণট্রিগারে হাত
ফিরে পাবে আবার বীজ রোপনের অধিকার
মৃত্তিকা ও শস্যের ঘ্রাণ, জীবনের অমোঘ টান
ফিরে পাবে আবার নায্য অধিকার
চুম্বনে চুম্বনে প্রেমের অমর অক্ষর ফোটাবার !!