১২।


  কি হবি তুই?
              শংখচিল!
অসীম আকাশ কি তোর হবে?
               এই দ্যাখ না !
বোতাম খুলে বসে আছি
                       সবুজ কর্দমাক্ত রুমালে !
কি হবি তুই?
      টুকরো টুকরো মেঘ!
                              বৃষ্টি ফোঁটা !
   অথৈ সাগর হবি?  
                  ডোবাবি আমায়?
            এই দ্যাখ না !
     তোর প্রেমের অগাধ জলে
                                 ডুবে আছি!


১৩।
জানি,কোন বাঁধনেই যখন
আমাকে আটকাতে পার না,    
তখন হৃদয়ের গাঢ় অভিমানে  
শ্রাবণের মেঘের মত ঘন হয়ে  
আস তুমি,ভীষণ বৃষ্টি হয়ে
সমস্ত পৃথিবী ভেজাও !


তখন উন্মত্ত তটিনীর মত
ভয়ংকর তুমি, দু কূল ছাপিয়ে
দিগ্বিদিক ছুটে চলো  
দারুন প্লাবনে সমস্ত সবুজ ভাসাও!


তোমার নিবিড় শাসনে
যখন নির্লিপ্ত থাকি
প্রেমের তীব্র দাবানলে  
পুড়ে ছাই কর সমস্ত ফাগুন।