৬।
  এমন সূক্ষ্ণভাবে কে বাজাবে তোমাকে ?
   তোমার কোন তারে কোন সুর বাজে
   কোন তালে কাঁপে বিশ্বব্রহ্মাণ্ড
   কোন ঝংকারে রক্ত প্রবাহে আগুন জ্বলে
   আমি ছাড়া জানে কি আর কেহ ।।


৭।
    তোমার সুন্দরেই পুড়ে ছারখার
     সমস্ত সবুজ সম্ভার!
    কি দিয়ে সাধবো তোমায় ?
    কড়তলে আগুন ফুটবে না তো আর!!


৮ ।
    তোমার জংঘায় দেখেছি আমার মৃত্যুবাণ!
    মধ্যাহ্নয় কতোবার ভেঙ্গে হয়েছি খান খান!
    তবুও স্পর্ধার আকাশ ফুড়ে হাত রেখেছি
    তোমার চূড়ায় প্রেমের বিষমন্ত্র জপে!
    কার এমন সাধ্য আছে ছিড়ে নিবে
     তোমাকে আমার বৃন্ত থেকে।।
৯।
     অনেকটা পথ পেরিয়ে গিয়েছিলাম
     তোমাকে চুপি চুপি দেখব বলে,
     দেবদারু ছায়া ঘেরা পুকুর ঘাটে,
      স্নানের পরে ভিজা কাপড়ে
      তুমি আড়চোখে পিছন
      ফিরে তাকালে মুচকি হেসে!
      সেই যে আগুন জ্বলল এই হৃদয়ে
     এখন পুড়ছে পৃথিবী তোমার বিরহে।।