জানতে চেয়ো না, ঘাতকের শানানো ছুরির তলে
আপেলের ক্ষতবিক্ষত লাল কার গূঢ় বেদনার কথা বলে
এই ঘৃণ্য সমাজে ভালোবাসা খুঁজতে খুঁজতে অবশেষে
তুমি পচনশীল মাংসের স্তুপ ছাড়া আর কিছুই নও
এই সত্য জেনেও, একদিন তুমি অনেকের বাগানেই
গোলাপ হয়ে ফুটেছিলে,
রুপ রস গন্ধে মাতাল অনেক রাত্রি নিয়ে মেতেছিল
যেন আজন্ম এই ভাবে ভেসে যাবে জ্যোৎস্নার নহরে


কিন্তু তুমি জান না, এই বাংলাদেশের দূষিত জল ও হাওয়ায়
তোমার কোন প্রেমিক নেই, থাকতে পারে না
তোমার প্রতিটি চুম্বন এখানে ব্যর্থ, অশ্লীল ও কদর্য
তোমার সব প্রার্থনা এখানে জীবন ও সুন্দরের বিরুদ্ধে
নিত্য নতুন পাশবিক উৎসবে লীন হয়ে যায়
ক্ষমতা ও কর্তৃত্বের সুনিপুন হাতে সব বৃহৎ বৃক্ষ
কবি, বুদ্ধিজীবী, শিল্পী ও যাবতীয় মহত্তর স্বপ্নের
ডালপালা কেটে ছেঁটে বনসাই করে রাখা হয়েছে


তবুও এই বাংলাদেশেই তোমার মনুষ্য জন্ম ভিক্ষা !
মিথ্যা... মিথ্যা...মিথ্যা...
তুমি জান না, তোমার হাতের দশ আঙ্গুলে এখন
শিল্পের ছদ্মবেশে কেবল পাপ ও কলঙ্ক ছাড়া
কোন চিহ্ন নেই, থাকতে পারে না