এই শহরের সব মুখ আমার চেনা
সব হাত, পা, চোখ আমি রোজ দেখি;
এদের ভাষা আমি রোজ পড়ি
রোজ পেড়িয়ে যাই ফুটপাত,
ফুলের দোকান, ডাস্টবিন,ময়লার স্তুপ,
হাস্পাতাল, জনরোল,জন্ম-মৃত্যু;
কয়লা পোড়া মানুষের গন্ধে শুশুকের
মত শ্বাস নিই বেঁচে থাকার দায়ে।


হাইওয়ের সৌন্দর্যে রোজ দেখি  
অভ্যস্ত জীবনের বিচিত্র ব্যঞ্জন,
প্রেমের জটিল রসায়ন, ক্ষুধার
আর্তনাদ,ছল চাতুরী, রাজনীতির
নগ্ন ক্যানভাসে মধ্যযুগের ব্যঙ্গ।


রোজ এখানে কিছু মানুষ ক্ষয়ে যায়;
কিছু মানুষ বাঁচতে চায় ইট,কাঠ,পাথর
ও স্বপ্নের ভগ্নাংশ আঁকড়ে;
রোজ গন্তব্যে যেতে যতে টের পাই
পায়ের তলায়  নিষ্কাশিত হয়
এই শহরের গলিত পচা হৃদয়।
                            
                            ২৭/০৪/২০১৭