গুঁড়ো গুঁড়ো রাত্রির শরীর
মাংসাশী ফুলেরা..জেগে আছে
কোথাও ফুটে উঠছে সুবাসিত স্তন,কোমল—
আরণ্যক নির্জনতা—গভীরে ডুবে যাচ্ছে বাদামী চাঁদ  
তীব্র শীৎকারে কেঁপে ওঠ ময়ূর
এতটা নৈকট্য চেয়েছি বলেই
দগ্ধ দিনের ঘ্রাণ মুছে রক্ত মজ্জার
এমন শাণিত প্রয়োগ,এই তীব্র জ্বলে ওঠা,
ক্ষয় ও প্রস্রবণ!
তবুও কেন প্রতি চুম্বনে মুছে যাচ্ছে আয়ু,অমরতা—?
নিজস্ব ছায়ার গভীরে অপ্রকৃতিস্থ, টুকরো টুকরো...
কেবল তুমি ছড়িয়ে আছো সবখানে
নিজস্ব ভঙ্গিমায়
ধ্যানে ধানে রক্তের গাঢ় অন্ধকারে, শব্দহীন-
হঠাৎ কারও ভেতর বেজে ওঠ তুমুল— রজঃস্বলা নদীর গান!