বিধ্বস্ত রাত; তোমার থেকে ঝরে পড়ে তুমুল নাচ
আহা নাচ! আহা অগ্নিবৃষ্টি! আলোর উজ্জ্বল বিভা—
তোলপাড় সজ্জিত রঙমহল  
আর বিহ্বল আমাকে তুলে নিয়ে যায় কারও তীক্ষ্ণ ছুরি    
জখমের খুব কাছেই আত্মার সেই বিশুদ্ধ উচ্চারণ,স্বাধীনতা—
বিকিকিনি শেষে ক্রমশ ছোট হয়ে আসে
পাখিরা বদলে ফেলে আকাশ,ভাষা, লুকিয়ে ফেলে
সমস্ত সুর ও সংরাগ
এফোর ওফোর করে বেরিয়ে যাওয়া রক্তাক্ষরগুলো
ঝুলে থাকে কারও বিশ্বস্ত আঙুলে
স্পর্শ মাত্রই জ্বলে ওঠে বিরোধী আগুন সংলাপ
রক্তে জ্যোৎস্নার ঢেউ!