রক্ত ও ভাষার ব্যবধান ভুলে
দৃপ্ত পায়ে নেমে এসো হে কবি
বাতাসের জবানে শোন
আদি প্রাণের সেই সব উচ্চাংগ ধ্বনি
কেমন বিস্ময়ে ফেটে যাচ্ছে নিসর্গ জননী!
দেখো, আলো ও অন্ধকারের বিভ্রমে
ইঁদুর, আরশোলার আস্তানায় ঢুকে পরছে মানুষ
আর মৌশুমী স্রোতে
শরীর ভাসিয়ে দিয়েছে পোয়াতী মাছ
জলের স্বর্গ ভেঙে চকচকে রোদের শার্শিতে বসে
জলপিপিরা গাইছে নিষিদ্ধ কোরাস!
নদী ও নারীর বন্ধন ছিড়ে এখনি নেমে এসো
সম্মিলিত অক্ষরের প্রয়াস
ধুসর সময়ের আয়নায় আবিষ্কার করো
সত্তার ক্ষয়িষ্ণু বিশ্বাস
নির্মাণ করো, বিনির্মাণ করো আবারো
রক্তের ভিতর হরপ্পা,মহেঞ্জোদারো!!