আর কতক্ষণ জ্বলবে
তাঁবুর ভিতর সবুজ আলো ?
সহজ নদী পথ খুঁজে পেয়েছ কি ?
মধুগন্ধ ফুল, ধূপ, বিস্মৃত পদাবলী।  
জীবন এখন শুধুই রক্তমাংস ঘ্রাণ।
কার্ণিশে রাত ঘন হলে
অন্ধকার খুব সহজেই ছুঁয়ে ফেলে
আতংকিত চিবুক।
যদিও চাঁদের আলোয় পোড়েনা
দুঃখ চিরকুট।
তবুও আয়নার সামনে দাঁড়িয়ে
নিজের উলটো বিম্ব দেখে হেসে উঠি।
তখন চোখে জোনাকি জ্বলে, মাটির ঘর,
টালির ছাঊনী।
বারান্দার কোণার আমগাছে ঝুলন্ত বাদুড়।
নক্ষত্র, আকাশ নকশীকাঁথা।
রেডিও তে ‘দেশ আমার মাটি আমার’
কৃষি সমাচার। সৈনিক ভাইদের জন্য
অনুষ্ঠান ‘দুর্বার’...
শুয়ে আছে শৈশব তেল চিটচিটে বালিশে মাথা।