তোমারা সব ডানাঅলা মানুষ
মহাজাগতিক সুখে তুবড়ি বাজাতে বাজাতে
উড়ে বেড়াচ্ছ গ্রহ থেকে গ্রহান্তরে
তোমাদের চারপাশে রক্তাভ মাংসের লাফালাফি
ভুলিয়ে রাখছে সব চলমান দৃশ্যাবলী
আর বাজিকরের রহস্যময় চোখে জ্বলছে
মখমল বিছানা, গোলাপ পাপড়ি, মৈথুনরত
কপোত কপোতী।
কিন্তু আমি কীভাবে বেঁচে আছি ?        
যাদের দেখছ মুখ থুবড়ে পড়ে আছে
স্বর্ণালি ধানক্ষেতে মাটির গন্ধ শুঁকে শুঁকে
রক্তের বীজ বুনছে
লাঙ্গলের তীক্ষ্ণ ফলায় দ্বিখণ্ডিত ভূমিতে  
যাদের অর্ধগলিত শব একটু একটু করে  
মিশে যাচ্ছে জল ও হাওয়াতে
তাদের আত্মার খোরাক সামান্য নুন-ভাত
হয়ে বেঁচে আছি!!