তোমার উদাসী আঙুলে কখনো বিদ্ধ হবে না বকুল;
এমন বিশ্বাসে নিশ্চিন্তে সাঁতার কাটি মৃত্যুর আগুনে ।
বাতাসে জলের টংকার!
                      কামকাতর পশুর সঙ্গম-শীৎকার!
তীব্র উত্তেজনায় ফেটে পড়ে চাঁদ
                                অরণ্যের রক্ত প্রবাহে!
                    
ধাবমান সময়ের আর্তনাদে
                    কেঁপে ওঠে যখন সভ্যতার পাঁজর;
নগ্ন রাত্রি দেখায় প্রাগৈতিহাসিক ক্ষত!
                                  বসন্ত হন্তারক ক্ষুধার্ত জঠর!
                        
আমি তো দেখেছি,
মাটিতে বুক রেখে যেসব সরীসৃপ
                                      সূর্যের প্রার্থনা করে
তারা কি করে যেন পেয়ে যায়
                           ঈশ্বরের অলিখিত পাণ্ডুলিপি?
                        
জীবন কি শুধু সংখ্যার যোগ-বিয়োগ?
                                     হৃতস্বর্বস্ব আত্মিক বৈভব!  
দলছুট মরালের মতো উদ্বিগ্ন ভবিষ্যত!


অন্তত ইতিহাস থেকে বলতে পারি-
অনেক রক্তপাতের পর পবিত্র হয়েছিলো
                                         আশোকের তরোবারি।।