এখন আমার সামনে কোন রাস্তা নেই ।  
দিগন্তে পা মেলে বসে আছে গোধূলি আক্রান্ত নদী, খোলা চুল;  
তার সাথে আমার তেমন কোন কথা আছে কি?
ভুল করে কখন যে কাকে ছুঁয়ে ফেলি— আগুন না জল!
তাকেও দেখছিনা কোথাও— সকাল বিকাল যার গন্ধ মাখি।
‘ভালোবাসি’ এই কথাটি কাউকে বললেই মাথার ভিতর
খলখল শব্দে হেসে ওঠে জ্যোৎস্না;
চোখে ছলকে ওঠে বিদ্যুৎ! শিরা-উপশিরায় মেঘ-রোদ !    
ঐ ভালবাসাবাসি কাজটাও নাকি এতো সহজ না !
হাড়ের ভিতর জ্বর নিয়ে দিব্যি ছুটতে হয় মাইলের পর মাইল...
কখনো কখনো উন্মাদ না হলে চলেই না।
এখন আমার সামনে কোন রাস্তা নেই।
শরীর ভর্তি লাল আগুন—কে একজন বসে আছে, খোলা চুল;  
তাকে আমি চিনি না—সে কি ভালোবাসা, ভয়ংকর !!