সে দিন ঝুম বৃষ্টি হচ্ছিল
আমি শুয়ে ছিলাম পাশের ঘরে  
হঠাত দেখি, উঠোনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে  
তুমি বৃষ্টি ধরছো
আর খিলখিল করে হেসে উঠছো
যেন উচ্ছ্বসিত বালিকা এক
না চাইতেই অনেক কিছু পেয়ে গেছ
সে দিন আমার প্রেমিক চোখ দেখেছিল
অদেখা অনেক কিছু
ঠিক তক্ষুণি ভুমিকম্প আমার বুকের ভিতর
সমস্ত পৃথিবী তোলপাড় করে
যেন টানছ আমায় বুকের কাছে
সময় ক্ষয়ে মুখ গুঁজে পড়ে থাকি
তোমার গন্ধ শুকে  
স্বর্গের দুয়ার খুলে ডাকছো আমায়
অগ্নি আমি যাই ছুটে
স্তব্ধ হতে, স্তুব্ধ করতে
                কল্লোলিত জীবন!!
এখন তুমি নিশুতি অধিবেশনের গান
চুপচাপ শুনছি তোমায় দু’চোখ বন্ধ করে।।