এই শীতে তোমার ভেতর জ্বলে উঠুক রোদের ম্যাজিক
সংক্ষিপ্ত স্নান সেরে উঠে আসি—
দাঁতে দাঁত চেপে ঘোরে বিপন্ন ছায়া, খোঁজে রক্ত মাংসের জ্যান্ত শরীর,
উষ্ণ আবেগে একবার ঢুকে পড়লেই হলো    
স্পর্শ মাত্রই ঝরে যাওয়ার কথা...অথচ উঠান জুরে ফুল, মায়াবী পাতা,
সংসারি শিকড় বাকড় ব্যস্ত রাখে সারাটা বেলা  
মানুষ মানুষ খেলা শেষে সেলাইয়ের গন্ধমাখা দুপুর নিয়ে মেতে আছি
আগে পিছে কেউ নেই, খাঁচার পর খাঁচা ভাঙতে ভাঙতে এগিয়ে যাওয়া  
অবশেষে ভাঙা বিকেল—জেগে ওঠে কিন্নর কণ্ঠী নদী—কুয়াচ্ছন্ন!    
বিষণ্ণ সন্ধ্যার শরীর জড়িয়ে আছে নামহীন এক গভীরতর অসুখ
দেশলাই জ্বালিয়ে দেখি,নাম দিতে চেষ্টা করি ধানক্ষেত  
ভেসে ওঠে তোমার মুখ! তবে কি ভুল হলো খুব?
মুছে ফেলতে চাই শীতজ্বরে কাতর গল্পের ভাঁজে লুকিয়ে থাকা
ভালোবাসার তাবৎ গোপন দাগ অথচ আগুন জ্বলানোর কৌশল
রপ্ত করতে করতেই আঙ্গুলে জমে ওঠে শীতল ঘুমের আবেগ