এইমাত্র বিস্ফারিত হলো চোখ—ভেসে আছি
নীল জলে না আকাশে—
নিজস্ব নিয়মেই শাখা থেকে খসে পড়ে হলুদ রোদ,
পাতার শোক
বিবর্ণ বিকেলে—সমুদ্রের ডাক থেমে গেলে
নিয়তির অন্ধকারে আছড়ে পড়ে ঢেউ
মুছে যায় শেষ চিহ্ন
তবু ফিরে ফিরে আসে বিষণ্ণ তার চলে যাওয়া পথ—
পড়ে আছে পথেই
উড়তে গিয়ে সম্বলহীন পালক পড়ে আছি মাটিতেই
কোন ফুলের গন্ধই পারেনি তাকে ফেরাতে
জোনাকি কি পেরেছে আলো জ্বালাতে সন্ধ্যার
শূন্য আঁধারে—
শিয়রে ভেসে যাচ্ছে নোনা ঘ্রাণ,উৎসবের দিন,
ভোজন, আহ্লাদ, ভালোবাসার হর্ষ ধ্বনি
এসব তো জানি—
দিন ও রাত্রি চিঁড়ে ক্লান্ত অবসন্ন নিঃসঙ্গ পাখি
শব্দহীন বয়ে চলি তোমার ঝলমলে আলোর রাজ্যে