এই শতাব্দীর শেষ সন্ধ্যায় পকেট ভর্তি আগুন নিয়ে
যখন তুমি বেরিয়ে পড়বে রাস্তায়  
দেখবে তোমার শরীরে সোনালি রোদ
আর হাস্নুহানার কোন ঘ্রাণ নেই!
পায়ের ছাপে শুধু রক্ত ফুটে উঠছে !
সমস্ত সবুজ বিবর্ণ, সমস্ত আকাশ মেঘাচ্ছন্ন
সমস্ত পৃথিবী একটি গণকবর! সারি সারি
মুন্ডুহীন শরীর তোমার পিছু নেবে
চারপাশে শুধু অস্থি-কংকাল!
অবশেষে মৃতের গন্ধ শুঁকে শুঁকে
তুমিও ঠিক পৌঁছে যাবে ভাগারে!
তারপর আমার মতো তুমিও ভাববে
কেমন হবে আগামী শতাব্দীর প্রথম সকাল?