শুধু একবার দ্বিধাহীন চোখে তাকাও,
তারপর দ্যাখো!
বুকের ভিতর ভালোবাসা
কেমন মোচড় দেয়!
নিমেষেই ভেঙে চুরমার হয়
অহংকারী দর্পণ।


শুধু একবার এই পথে এসো,
তারপর দ্যাখো!
কেমন করে পেরিয়ে যাই
স্বর্গের সব ক’টা সিঁড়ি,
মুছে দিয়ে সমস্ত বৃষ্টি অসুখ,
ছিনিয়ে আনি মর্মঘাতী সুখ।


শুধু একবার অধরে অধর ছোঁয়াও,
তারপর দ্যাখো!
কেমন নির্ভয়ে সাঁতার কাটি
জ্যোৎস্নার প্লাবনে !
দুঃসাহসিক অভিযাত্রায়
বন্ধুর পর্বত-গিরিখাতে
কেমন অগ্নি উৎসব শুরু করি!


শুধু একবার হাতে হাত রাখো,
তারপর দ্যাখো!
কড়তলে কেমন আগুন ফুটাই !
কেমন উতল হয় যুগল বাহু!
পুড়ে ভষ্ম হয় আঁধার রাহু!


শুধু একবার প্রিয় নাম ধরে ডাকো,
তারপর দ্যাখো,
কবিতার ছন্দের মতো
কেমন গুছিয়ে নিই
এই ছন্নছাড়া সর্বগ্রাসী জীবন।