সব কথা ফুরিয়ে গেলে
বুকের অন্ধকারে চোখ মেলে
শূন্য ডাকবাক্স
অথচ তোমার জন্য
শব্দের অনবরত এই যাওয়া আসা
সবুজ সিঁড়ি বেয়ে
হৃদয়ের খুব কাছাকাছি নেমে আসা
তারপর...
সব ক্ষতবিক্ষত অক্ষর
গোলাপের নাভিতে সাজিয়ে
একটি কবিতা অথবা গান...
অথবা তোমার চোখ-তীক্ষ্ণ দৃষ্টি বিদ্যুচ্চমক
ছলকে ওঠে জলপদ্ম-অলৌকিক ভ্রমর
এক অত্যাশ্চর্য দৃশ্যপট!  
সত্যি কি নষ্টকীটে খেয়ে গেছে সব?