বুকের জমানো জলে জ্বলছে আগুন
সবই কি আবেগের উচ্চারণ?
জ্যোৎস্নার মায়া, দুঃখ সন্তাপ- বৃষ্টির উত্তাপ!    
উপদ্রুত শরীরে সাঁড়াশি অভিযান শেষে
শূন্যে ঝুলে আছে লাল চোখ
কার?
কোন শুশ্রূষায় আর কাম্য নয়-  
কেবল নিংড়ে যাওয়া!  
ভুলে গেছি চুম্বনের ব্যকরণ,জলপাই বাহার
স্নেহশীল নদী ও শস্যের আন্দোলন!
ঘুম থেকে উঠে দেখি
পায়ের কাছে মুখ থুবড়ে পড়ে আছে
বিধ্বস্ত সকাল  
ক্ষয়ে যেতে যেতে আমাকে দেখাল
শুভ্র ঊরুতে বরফের মতো জমাট মানুষ
কিছু দুঃখ আমাকে তুমুল ভিজিয়ে দিল।