জীবন সাবেকী নদী-বাঁকে বাঁকে কৃষি পলি
আমরা দক্ষ কৃষক বুকের চরে
প্রতিটি দিন প্রতিটি রাত চাষ করি;
অন্ধকারের খুব কাছে একটি
অরুনাভ সকাল সেই কবে থেকে
আমাদের ডাকছে, ইশারায় ডাকছে
চিৎকার করে ডাকছে,দোয়েলের মত
শিষ দিয়ে দিয়ে ডাকছে
এবার সময় হয়েছে...এসো_
ভোরের শান্ত শিশির জলে ধুয়ে ফেলি,
মুছে ফেলি যাবতীয় দু;খ সন্তাপ;
ডানায় চকচকে রুপালি রোদ
গানের পাখিরা সব কোথায়?
তোমরা গলা সাধো আমরা আসছি...
আমরা আসছি...আমরা আসছি..
আশ্চর্য সব বাদ্যযন্ত্র নিয়ে
রক্তে ঝংকার তুলতে আমরা আসছি...
বিষাদের কালো ছায়া মাড়িয়ে
দেখো আমরা চলেই এসেছি  
নিসর্গের সন্তান;শরীরে ফুল চন্দনের ঘ্রাণ...
এসো এবার একসাথে গান গাই...
বৃষ্টির গান, মুক্তির গান,
জীবনের গান,মহিমান্বিত মৃত্যুর গান,
সবুজ ও স্বাধীনতার গান...
আমাদের সম্মিলিত সুরের তরঙ্গে তরঙ্গে
ভেসে যাক পৃথিবীর সালফার ক্রন্দন ।