কপোত-কপোতী দিন শেষ হলে
আমরা পাশ ফিরে শুয়ে থাকি;
আরো অনেক কিছু
পাশ ফিরে শুয়ে থাকে আমাদের সাথে।
কেবল জীবন
আকাঙ্ক্ষার হাত বাড়িয়ে সকরুণ
চেয়ে থাকে আমাদের মুখের দিকে;
আমরা কেউ আর হাসিনা তখন
কেউ আর কাঁদিনা তখন
রাতের শরীরে অন্ধকারের মতোন
শুধু পরস্পরকে আঁকড়ে থাকি।
কপোত-কপোতী দিন শেষ হলে
আমরা পাশ ফিরে শুয়ে থাকি;
কেউ আর কাউকে ভালোবাসিনা তেমন
কেউ আর কাউকে প্রত্যাখ্যানও করিনা
বোধের কঠিন ভারে
শুধু পরস্পরকে  আঁকড়ে থাকি ।
এইভাবে...
যেতে যেতে একদিন
পা থেকে খসে পড়ে পথ;    
জরাজীর্ণ পলেস্তারার মতোন  
খসে পড়ি
নিঃশব্দে সম্পর্কের জটিল থেকেঃ    
খসে পড়ি প্রেম থেকে,  
খসে পড়ি বিশ্বাস থেকে,
ঝরে পড়ি স্বপ্নের বাট থেকে
দুধের মতোন,
চুইয়ে চুইয়ে পড়ি  
জীবনের জঠর থেকে  
স্বচ্ছ্ব জলের মতোন ।

তারপর...সমস্ত পতন শেষে...  
অবশিষ্ট থাকে কি আর কিছু?