যখন তোমার এরকম টুকরো টুকরো ছড়িয়ে পরা
কিছুতেই রোধ করা যাচ্ছে না
ভেতরের অসহ্য লাল থেকে ঝরে পরছে হৃতসর্বস্ব গান
সভা ও সংঘ ভেঙে বেরিয়ে আসছে লোল জিভ
আর ধর্মের পাশেই দুলে উঠছে রক্তাক্ত ধানক্ষেত
বিশ্বাস কুন্ডুলী পাকিয়ে আকাশে...ছিন্ন মস্তক—
আর তাকে আঁকছে কোন মৃত চোখ
একটা ছিন্নভিন্ন হৃদপিন্ড আমাকে সেলাই করছে রাতদিন
সমস্ত সর্বনাম উঠে আসছে বুকের ওপর !
অথচ মাথায় জটিল চিন্তা নিয়ে এখনও আমি...অপেক্ষা করছি
উজ্জ্বল জ্যোৎস্নায় তোমার রুপালি আঙুলে
জ্বলে ওঠা তীক্ষ্ণ ছুরি কখন ফালাফালা করে যাবে আমাকে