বিবর্ণ ঘাসপাতা ও জলের সংসারে    
কান্নার আয়ু ফুরালে
মানুষ ক্রমে ক্রমে পাথর হয়ে যায়
যাবতীয় অন্ধ সম্পর্কের জট খুলতে খুলতে
এক সময় পেরিয়ে যায়
ভালবাসার ফাঁদ, নিষিদ্ধ কাঁটাতার...  
আগুনের ঢেউয়ে ঢেউয়ে
                 সমস্ত চিহ্ন মুছে গেলেও
খুলির ভিতর ফুটতে থাকে গলিত মগজ  
পালকে ঘুন ধরে,
হাওয়ায় ভাঙে বিশ্বাসের আয়না।
দর্শন-ভূগোল পালটে গেলেও
মানচিত্রে থেকে যায় সৎকারের ছায়া।