সুবোধ বালক করে
আর রেখো না আমায়
নামতে দাও পথে
ভাঙতে হবে কঠিন জীবন
গুঁড়ো গুঁড়ো করে
পাল্টাতে হবে বাঁচার মানে।


রক্ত হজম করতে করতে
ক্লান্ত সমুদ্র কি জানে ?
হাঙ্গরের ক্ষুধার মানে।
শুনেছি, ভালোবাসা থাকলে
পাথরেও ফুল ফোটে
পাল্টে যায় স্বপ্নের খোল নলচে


সাচ্চা প্রেমিক আগুনেও হাঁটে।  
রঙ বেরঙের মুখোশ পড়ে
দাম্পত্যের নামে লাম্পট্য চলে
সংসারে সংসারে।
মাটির শরীরে সত্তার অক্ষর
উচ্চারণে কাঁপে গলা !


বাতাস বলে সব মিথ্যে কথা
মসির রক্তে মুছে দিয়ে যা।