ভেঁজা স্যাঁতস্যাঁতে দেয়াল বেয়ে নামছে বিষাদ
—রৌদ্রের বিদ্রূপ!
তোমার কান্না ছুঁয়ে দাঁড়িয়ে আছে স্তব্ধ ছায়া,
ছায়ার অন্তরালে কে খোঁজে ভালবাসার রক্তিম মুখ
—হৃদয়অগ্নিআলোক !


কে কাকে কতোটা বেশি ছুঁয়ে থাকবে—স্বপ্ন না ছায়া,
আকাশ না মেঘ, বৃক্ষ না মানুষ, গন্ধ না বাতাস ?
নীরবে নিঃশব্দে প্রবেশ করো নিস্তরঙ্গ জলের ফাটলে,
গভীরে আরো গভীরে—তবেই তো শিকর পাবে।
স্রোতে ভেসে যাচ্ছে অমল আনন্দ—বেঁচে থাকো সুখ!


দরজা তো খোলাই আছে ভিতরে এসো, —
এভাবে ডাকলেই কি আসা যায় খুব সহজে;
এতো সাজসজ্জা পোশাক পরিচ্ছদ ফেলে!
তুমি কি গ্রহণ করবে আমার নগ্ন অন্ধকার?
সমস্ত নগ্নতাকে ছুঁয়ে ফেললে হৃদয় আড়ষ্ট হয়ে আসে
এই ভয়ে আজীবন থেকে গেলাম দরজার বাইরে !!