এই নাভির কাঁপন, আঙুলের স্পর্শ সুখ, শিহরিত হৃদয়—
গভীরতর প্রনয় ইশারা ভুল নয়  
তবুও ফুটন্ত গোলাপ থেকে বহুদূরে মানুষ আজ যাপন করে
এক অরাজক সময়।
তবে তাকে জাগাবে কে— প্রেমিক না ঘাতক?  
যাকে নিয়ে গেল অন্য কেউ—ভালবাসা নয়— হয়তো মোহ, হয়তো ভয়,  
হয়তো রক্তচক্ষু, কিংবা ক্ষুধার মতো মৌলিক বিষয়
তবু তার উদ্যত হাত কিসের লোভে প্রার্থনায় রত?
শ্যাওলা সবুজ সরোবরে সূর্যের প্রথম মুখ দেখে যার বুক জ্বলে,
অশুভ শঙ্কায় ঘরে ফিরে দেখে সন্তানের মুখ—গভীরতর নীরবতা
কতোটুকু আর শান্তি আসে তাতে ?
তবু সে আকাশ দেখে— সুনীল আকাশ !