তোমাকে ছুঁতে আমার আপত্তি নেই মোটেও
হও তুমি অস্পৃশ্যা,বেশ্যা,ধর্মনাশী
জাতখোয়ানো সর্বনাশী !
অন্ধকারে সেই তুমি তো হয়ে ওঠো
রম্ভা,উর্বশী নয়তো হুর-পরী!
তোমার জংলি কামের গন্ধে  
বিশুদ্ধ হয় অমরাবতী!!
কেবল আলোতে এলেই
ঘটে যতো বিপত্তি!!
আমার মধ্যে তখন ঈশ্বরের দ্যুতি!!
তুমি নরকের কীট!
তোমার চোখে চোখ পড়লেই
উচ্ছন্নে যায় সমাজ-সংসার, পৃথিবী!