আমরা তো একে অপরকে ভালোবেসেছি গভীরভাবে।
ভালোবেসেই তরঙ্গের উজ্বল ঝুঁটি ধরে নেমে গেছি
জলের অতলে। বিবিধ রঙের মাছেরা ক্ষণে ক্ষণে মেতে
উঠেছে আমাদের রক্তে কী এক শৈল্পিক খেলায়!  
আর আমাদের বিস্ফারিত চোখের বিদ্যুতে
ঝলসে গেছে রাজ্যের অন্ধকার।


ঘুণাক্ষরেও টের পাইনি কেউ কখন, কীভাবে
আমাদের সেই ভালোবাসাবাসির কালে
কতো সুখদ দিনরাত্রি পাঁজরে পাঁজরে গেছে ক্ষয়ে!  


তবে আজ কেন এমন দিনে চলে যাও দূরে
স্পর্শের অনেক বাইরে -মেঘ বৃষ্টি চুম্বন উপেক্ষা করে
কেবল স্মৃতিচিহ্ন রেখে কররেখায়
মায়ার ধুম্রজালে মিলিয়ে যাও সহসায়...
  
তোমাকে ভালোবেসে আজীবন  
গোলাপের চাষ করে যাব এই ত্রিভূবনে
এমন প্রতিজ্ঞায় তো ছিল জীবনে।