চৈতন্য খুলে দেখি কোথাও তুমি নেই
আমাকে আগলে রেখেছে ছদ্মবেশী চিতার চোখ
দু’পায়ে ভর দিয়ে
তোমার জন্য আমার এই উঠে দাঁড়ানো
সহজে মানতে পারে না কেউ
দিন ও রাত্রি ভেঙে যেটুকু শান্তি জমে
তাতেই আমার নিত্য অবগাহন
এখন কোথায় খুঁজব তোমাকে?
শিথানে ছড়ানো নাটা ও লজ্জাবতীর ঝোপ
ছুঁলেই মূর্ছা যায় কোন কোন প্রিয় মুখ
তবু মনে হয় ঘুমন্ত ফসলে কাকতাড়ুয়া হই
আলো নিভে গেলে
যদি জেগে ওঠে মড়কের ভয়
চৈতন্য খুলে দেখি কোথাও তুমি নেই
আমাকে বহে নিয়ে যায় উদ্বাস্তু মেঘ
কী এক সম্মোহনী শক্তিতে
ইতিহাসের নিষিদ্ধ শিবিরে শিবিরে
এখন কোথায় খুঁজব তোমাকে?