তোমার শরীর যাদুর শহর
হাজার রঙ্গের খেলা
বাতাসের উন্মত্ত ঢেউ
আমি ছাড়া এতো নিবিড়ভাবে
জেনেছে কি কেউ?
বিদ্যুতের তারে ঝুলন্ত বাদুড়
উল্টো দেখে ব্যস্ত পৃথিবী
মানুষ নয়, যেন ছুটছে ফুটপাত
জিহ্বায় ইলেকট্রিক শক!
কাঁটায় মোড়ানো ভবিষ্যৎ!
ভাতঘুম শেষে
হঠাৎ উধাও হাইওয়ের সৌন্দর্য!
যা কিছু সঞ্চিত
সবি কি মানুষের ভোগ্য
সহ্য অথবা অসহ্য...
বোধের ভিতর লুকানো অসুখ
ঘুরপাক খায় চারপাশে!
মাথা তুলে বিদ্রোহী অশ্বত্থ  
নির্বাক দাঁড়িয়ে আছে!
সত্যি কি কখনো খুলবে
স্বর্গের তালা আমাদের হাতে ?