একত্রিশ তোপধ্বনিতে খুলে গেল তোমার দরজা
মুহূর্তেই পাল্টে গেল আকাশ
পরিযায়ী পাখির ঠোঁটে উদ্বাস্তু চোখ
হিসেব কষছি...
আজ অব্দি এই পৃথিবীর যা কিছু তোমাকে ছুঁয়েছে
তার কতোটা ছুঁয়েছে আমাকে


ভাঙা সন্ধ্যায় শিবিরে শিবিরে আলো জ্বলে উঠলে
পাখিরা নিঃশ্চুপ হয়ে যায়
আসন্ন ভোরের অপেক্ষায় যারা ঘুমের ঘোরে
তৃপ্তির শ্বাস ফেলে
গড়তে গিয়ে বার বার ভেঙে ফেলে নিজেকেই
অস্তিত্বের প্রগাঢ় তাড়নায়


তাদের সাথে কোন আপোষ নয়... আপোষ নয়
যাদের হাতে পায়ে বুকের অন্ধকারে
অস্পষ্ট প্রচ্ছদে বর্বর ঘাতকছায়া ফুটে ওঠে