১.
বুকের মলাট খুলে দেখি মৃতদের জলসাঘর;
বাদ্য বাজে নাচ হয়—ঘুঙুর ছড়ায় অন্ধ আবেগ!
মুগ্ধশ্রোতা নাচের মুদ্রায় জীবনের কিছুটা গন্ধ পায়।


                ২.
হাতের ভিতর হাত—যুগলবন্দী সময়।
খুলির ভিতর আগুন—নরক বিষপুষ্পময় !
রক্তরেখা ধরে ধরে এখানে আসতে হয়।


                ৩.
মাংসের ঘ্রাণ পেলেই জিভের ডগায় লবণ ভাসে।
ভয় হয়—যার ঘামের গন্ধ ভালো লাগে
তাকে কি ভালোবাসি ?


                 ৪ .
নিজের ভিতর লুকিয়ে রাখি কাঁচের মতো স্বচ্ছ মানুষ, ঠুনকো মানুষ!
আমার গোলাপ বাগান তোমার নামে; নাড়াচাড়া করি সাবধানে,  
কখন যে কী ভাঙে –রোজ রোজ মৃত্যু এখানে জীবন শানে!!