তুমি এখন বসে আছো মাংসের স্তুপে
মদ রূটির ভালবাসায় পূর্ণ তোমার জিহ্বা
তুমি এখন মৃত্তিকার মতো
নিঃশব্দে হজম করে ফেলতে পার
এই ভূ-মন্ডলের দৃশ্যমান সবকিছু-
পাহাড়, নদী, বৃক্ষ এমন কি
মেঘ জ্যোৎস্না, ফুল,পাখি ও দুঃখ
আর উন্মাদ নিঃসঙ্গতা...
রাত্রি ভারী হলেই যা তোমাকে তাড়া করে রোজ।
তবু তোমার তৃতীয় চক্ষু এখনও জ্বলছে কবি
ক্ষুধায়, তৃষ্ণায়, ভাঙা-গড়ার তীব্র বাসনায় !!  
যদিও জীবনের কাছে হেরে যাচ্ছে প্রতিনিয়ত
মহত্তম সুন্দর-শিল্প সাধনা !!