১।
কৃত্রিম প্রসাধনে সজ্জিত সভ্যতা
আত্মায় আনে ব্যর্থতা, বিবশ হয় দেহ !
আমরা খুব সতর্ক,ভালো করেই জানি
চোখ থেকে পর্দা সড়ালেই খসে পড়ে আলো।
২।
সভ্যতা সৃষ্টির রহস্য বীজ
রূপবতী নদীর গর্ভে লীন।
আমরা অনেক কিছু জানি
পৃথিবী,গ্রহ নক্ষত্রের গতিবিধি
জলবায়ুর আর্দ্রতা,পশুপাখির ভাষা
নিসর্গের কাছে অনেক ঋণ
শুধু ভুলে গেছি কোন পথে আসবে সুদিন।


৩।
চারপাশে শুধু ভাঙ্গনের ঐক্যতান
কণ্ঠ থেকে ছিঁড়ে যায় বাতাসের গান
অতীতের রক্ত হতে উদ্গত
ক্ষত-বিক্ষত ক্রন্দনরত বর্তমান
মানুষের পায়ে পায়ে বাজে
মসির আঘাতে জীবন ভেঙে শিল্প বেরিয়ে আসে।