ষড়ঋতু ভেসে যাক, ধুলো জমুক কার্ণিশে
তবু তুমি আমার থাক—
তোমাকে ছোঁব না কোনদিন এমন প্রতীজ্ঞা তো করিনি  
তবে কেন আমাকে মূর্ত করে
বিমূর্ত হও স্বয়ং
আমি তো তোমার ছায়া জানি, যাদু জানি
চোখের মায়া জানি, স্নেহ-ভালোবাসার গভীরতা
তাও জানি—সবাই যেতে পারে না ঐখানে, ওই পর্যন্ত
যারা যায় তারা আর ফিরে আসেনা
তবে কি আর ভাঙবে না পাথর, গড়াবে না জল
খলখল শব্দে হেসে উঠবে না নিসর্গ ভূতল  
তবে কি আর ফুটবে না আলো— হাত, পা, মানুষের মুখ
হবে না প্রজ্বলিত, থেকে যাবে অন্ধকার গহ্বরে অনন্তকাল  
স্বর্গের হাওয়া আর কোনদিন
উসকে দিবে না তোমাকে আমার দিকে অগ্নি হতে
পোড়াতে আমার উৎসমুখ—  
জল নয়, ঝড় নয় তবু ভেসে থাকি, উড়তে থাকি...
তোমাকে ছুঁয়ে থাকি, তুমি আমার থাক—
অনন্তকাল আমার থাক...